Q. জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?

Answer: 1916 সালে

ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। এই চুক্তির দ্বারা কংগ্রেস ও মুসলিম লীগ একসঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হবে বলে ঐক্যমত প্রকাশ করেছিল।

Related GK

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. ধন্দো কেশব কার্ভে
B. স্যার সৈয়দ আহমেদ খান
C. স্যার উইলিয়াম হান্টার
D. স্যার আশুতোষ মুখোপাধ্যায়

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. দেওবন্দ স্কুল
B. পীর ফকির মজলিস
C. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
D. খিলাফৎ কমিটি

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. নীল বিদ্রোহ
C. পাবনা বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
B. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
C. Rowlatt অ্যাক্ট -কে
D. দা রেগুলেটিং অ্যাক্ট-কে

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. চিত্তরঞ্জন দাস
B. লালা হরদয়াল
C. ভূপেন্দ্র মুখোপাধ্যায়
D. ওপেন হাজারিকা

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. রাসবিহারী বসু
C. শাহনওয়াজ খান
D. সুভাষচন্দ্র বোস

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড ক্যানিং
B. লর্ড রিপন
C. লর্ড ডালহৌসি
D. লর্ড এলগিন