Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

Answer: পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে

বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে।

Related GK

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড ক্যানিং
B. লর্ড বেন্টিঙ্ক
C. লর্ড হেস্টিংস
D. লর্ড ডালহৌসী

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. হেমচন্দ্র ঘোষ
C. রাসবিহারী বসু
D. যদুগোপাল মুখোপাধ্যায়

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্পণ
B. নীলদর্শন
C. আনন্দমঠ
D. দীনবন্ধু

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. চার্টার অ্যাক্ট
B. হান্টার কমিশন
C. মেকলে মিনিট
D. উডস ডেসপ্যাচ

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. হোমরুল লীগ ও মুসলিম লীগ
B. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
C. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
D. মুসলিম লীগ ও ভারত সভা

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড লিটন
B. লর্ড ডালহৌসী
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড কার্জন

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. রাজাগোপালাচারী
B. বল্লভভাই প্যাটেল
C. মহাত্মা গান্ধী
D. চমনলাল