Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

Answer: লর্ড ওয়াভেল

লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ।ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। কেবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যরা হলেন ভারত সচিব স্যার পেথিক লরেন্স,বাণিজ্য সভার সভাপতি 'স্টাফোর্ড ক্রিপস' এবং নৌবাহিনী প্রধান এ ভি আলেকজান্ডার। ভারতের স্বাধীনতা বিষয়ক আলোচনার জন্য তারা ভারতে এসেছিলেন।

Related GK

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1911 সালে
B. 1909 সালে
C. 1907 সালে
D. 1914 সালে

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. সিঙ্গাপুর -এ
B. বার্লিন -এ
C. রোম -এ
D. টোকিও -তে

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. পণ্ডিত গুরুদত্ত
B. লালা হংসরাজ
C. লালা লাজপত রাই
D. স্বামী দয়ানন্দ সরস্বতী

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. লালন ফকির
B. মুকুন্দ দাস
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. কাজী নজরুল ইসলাম

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 21 শে এপ্রিল, 1922
B. 25 শে সেপ্টেম্বর, 1925
C. 15 ই আগস্ট, 1921
D. 13 ই এপ্রিল, 1919