Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

Answer: এম. কে. গান্ধী

"চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" বলেছেন এম. কে. গান্ধী (মহাত্মা গান্ধী)।

Related GK

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
B. জন স্টুয়ার্ট মিল
C. উইলিয়াম জোনস
D. ডেভিড হেয়ার

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. মহাত্মা গান্ধী
B. বল্লভভাই প্যাটেল
C. রাজাগোপালাচারী
D. চমনলাল

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. চৌধুরী রহমত আলি
B. মহম্মদ আলি জিন্না
C. এইচ. এস. সুহরাওয়ার্দি
D. আসফ আলি

Q. 'ডান্ডি অভিযান' কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

A. আইন অমান্য আন্দোলন
B. স্বদেশী-বয়কট আন্দোলন
C. অসহযোগ আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. সিমলা কনফারেন্স আহ্বান করা
B. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. ক্ষুদিরাম বসু
B. বারীন্দ্র কুমার ঘোষ
C. পুলিন বিহারী দাস
D. কেশবচন্দ্র সেন

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. লড ডালহৌসি
B. জন শোর
C. লর্ড ওয়েলেসলি
D. লর্ড কর্ণওয়ালিস

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. ফিরোজ শাহ মেহতা
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. উমেশচন্দ্র ব্যানার্জি
D. এ ও হিউম