Q. খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য ?

Answer: তুর্কী

খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল -তুর্কী। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই ঘটনায় ভারতীয় মুসলমানরা তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করে। কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা।। ভারতে খিলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মহাত্মা গান্ধী।

Related GK

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. আইন অমান্য আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. এ ও হিউম
B. উমেশচন্দ্র ব্যানার্জি
C. ফিরোজ শাহ মেহতা
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. উপরের কেউ নয়
B. রাসবিহারী বসু
C. নেতাজী সুভাষ চন্দ্র বসু
D. ক্যাপ্টেন মোহন সিং

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. উইনস্টন চার্চিল
B. ভাইসরয় লর্ড লিনলিথগো
C. চিয়াং কাই শেক
D. ফ্রাঙ্কলিন রুজভেল্ট

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. সি. আর. দাস
C. লালা লাজপত রাই
D. ভি. ভি. গিরি

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. রাজা গোপালাচারী
B. রাজেন্দ্র প্রসাদ
C. চিত্তরঞ্জন দাশ
D. মতিলাল নেহরু

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. বোম্বে ও থানের মধ্যে
B. উপরের কোনোটিই নয়
C. হাওড়া ও দিল্লির মধ্যে
D. হাওড়া ও বোম্বের মধ্যে

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. দিসপুর
B. রাঁচি
C. খড়গপুর
D. কোলকাতা