Q. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

Answer: নদিয়া

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ।

Related GK

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

A. সাতপুরা পাহাড়
B. সিন্ধু নদী
C. আরাবল্লী পাহাড়
D. হিমালয় অঞ্চল

Q. Hojagiri dance is a tribal dance form of the Reang community associated with which of the following states/union territories?

A. আসাম
B. পশ্চিমবঙ্গ
C. পুদুচেরি
D. ত্রিপুরা

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

A. এন. সি. আর
B. হাওড়া
C. পাটনা
D. উত্তর ২৪ পরগণা

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. কঙ্কণ উপকূলে
B. করমন্ডল উপকূলে
C. মালাবার উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে

Q. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)-কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে

A. একদিন এগিয়ে যায়
B. একদিন পিছিয়ে যায়
C. অর্ধেক দিন এগিয়ে যায়
D. অর্ধেক দিন পিছিয়ে যায়

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. জাস্কার
B. পীরপাঞ্জাল
C. শিবালিক
D. কারাকোরাম