Q. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?

Answer: কলকাতা

নিম্নলিখিত কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ।পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ গুলি হলো জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর।

Related GK

Q. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের 'নমামি গঙ্গে' প্রকল্পটি হল

A. গঙ্গার সাথে নদী সংযুক্তি
B. গঙ্গার আরাধনা
C. গঙ্গা থেকে খালসেচ
D. গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন

Q. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

A. 4ঠা জুলাই
B. 23শে মার্চ
C. 29শে জুন
D. 22শে সেপ্টেম্বর

Q. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন?

A. পদ্মাকর ভট্ট
B. লাল্লুজী লাল
C. প্রেমচাঁদ
D. হরিশচন্দ্র

Q. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?

A. আলেকজান্ডার কানিংহাম
B. গর্ডন চাইল্ড
C. জন মার্শাল
D. মটিমার হুইলার

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. শুষ্ক উপক্রান্তীয়
B. আদ্র
C. ক্রান্তীয় মৌসুমী
D. অর্ধশুষ্ক

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর এবং উত্তর পূর্বে
B. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
C. উত্তরে
D. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. তিস্তা, গঙ্গা
B. গঙ্গা, ব্রহ্মপুত্র
C. দামোদর, গঙ্গা
D. তিস্তা, জলঢাকা, রায়ডাক

Q. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়

A. 6ই নভেম্বর
B. 5 ই সেপ্টেম্বর
C. 2রা অক্টোবর
D. 25শে ডিসেম্বর