Q. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়?

Answer: কোচবিহার

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়।

Related GK

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. উত্তরাখণ্ড
B. হিমাচল প্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. রাজস্থান

Q. আখের চাষ সর্বোচ্চ কোন রাজ্যে দেখা যায় ?

A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. উত্তরপ্রদেশ
D. বিহার

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ঝাড়খণ্ড
B. উপরের কোনটি নয়
C. বিহার
D. ওড়িশা

Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

A. নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
B. পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
C. বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
D. হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

Q. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল

A. দামোদর
B. কংসাবতী
C. শিলাবতী
D. ময়ূরাক্ষী

Q. Loktak Lake is located in

A. Manipur
B. Arunachal Pradesh
C. Tripura
D. Assam

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. ইউরেনাস
B. শনি
C. প্লুটো
D. পৃথিবী

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. দুর্গাপুর
B. ঘাটশিলা
C. ময়ূরভঞ্জ
D. নাগপুর

Q. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি

A. ফুজিয়ামা
B. আরাবল্লী ভঙ্গিল পর্বত
C. হিমালয়
D. সান্দাকফু