Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

Answer: তিস্তা, জলঢাকা, রায়ডাক

পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল তিস্তা, জলঢাকা, রায়ডাক। এই নদী গুলি উত্তর বঙ্গে অবস্থিত।

Related GK

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. দিল্লি
B. ভোপাল
C. লক্ষ্ণৌ
D. দেরাদুন

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. ভাগীরথী নদী
B. মহানন্দা নদী
C. মাথাভাঙ্গা নদী
D. জলঙ্গী নদী

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. পশ্চিম বর্ধমান
B. বীরভূম
C. পুরুলিয়া
D. বাঁকুড়া

Q. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

A. কটকে
B. ধানবাদে
C. কানপুরে
D. কোয়েম্বাটুরে

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. পৃথিবী
B. প্লুটো
C. শনি
D. ইউরেনাস

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. শুষ্ক উপক্রান্তীয়
B. ক্রান্তীয় মৌসুমী
C. আদ্র
D. অর্ধশুষ্ক

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. পারস্য উপসাগর
B. লোহিত সাগর
C. আটলান্টিক মহাসাগর
D. ভূমধ্যসাগর