Q. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি?

Answer: 2272

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা 2272 কিমি। মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদহ, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের এই 9 টি জেলা বাংলাদেশকে স্পর্শ করে আছে।

Related GK

Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

A. তিন বিঘা
B. উপরের কোনটি নয়।
C. জলপাইগুড়ি
D. দার্জিলিং

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. সিয়াচেন
B. পিণ্ডারি
C. গঙ্গোত্রী
D. হিসপার

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. কারাকোরাম
B. শিবালিক
C. পীরপাঞ্জাল
D. জাস্কার

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. রামসার স্থান হিসেবে
B. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
C. পর্যটন ক্ষেত্র হিসেবে
D. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. ঘাটশিলা
B. ময়ূরভঞ্জ
C. দুর্গাপুর
D. নাগপুর

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জম্মু ও কাশ্মীর
B. তেলেঙ্গানা
C. কেরল
D. অন্ধ্রপ্রদেশ