Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

Answer: সিঙ্গালীলা পর্বতশ্রেণি

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি সিঙ্গালীলা পর্বতশ্রেণির
অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি হলো সান্দাকফু (2,636 মিটার)

Related GK

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. সুর্মা উপত্যকা
B. রুদ্রসাগর
C. নাহোরকাটিয়া
D. দিগবয়

Q. কর্কটক্রান্তী রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না?

A. ঝাড়খণ্ড
B. মধ্যপ্রদেশ
C. ছত্তিশগড়
D. বিহার

Q. আখের চাষ সর্বোচ্চ কোন রাজ্যে দেখা যায় ?

A. বিহার
B. মহারাষ্ট্র
C. তামিলনাড়ু
D. উত্তরপ্রদেশ

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. অর্ধশুষ্ক
B. ক্রান্তীয় মৌসুমী
C. আদ্র
D. শুষ্ক উপক্রান্তীয়

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও শিবালিক
B. কারাকোরাম ও শিবালিক
C. জাস্কার ও কারাকোরাম
D. জাস্কার ও পীরপাঞ্জাল

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তরে
B. উত্তর এবং উত্তর পূর্বে
C. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. দামোদর, গঙ্গা
B. তিস্তা, জলঢাকা, রায়ডাক
C. গঙ্গা, ব্রহ্মপুত্র
D. তিস্তা, গঙ্গা

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

A. বিন্ধ্য
B. আরাবল্লী
C. হিমালয়
D. নীলগিরি