Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

Answer: লবণাক্ত কাদামাটি

পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা লবণাক্ত  কাদামাটি যুক্ত প্রকৃতির।  এই বনভূমিটি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই মৃত্তিকাকে শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকা বলা হয় । ১৯১১ সালে সুন্দরবনকে ট্রাক্ট অফ ওয়েস্ট ল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৮৭ সালে এটি প্রাকৃতিক সম্পত্তি হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় । সুন্দরবন জাতীয় উদ্যানটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প । ১৯৮৯ সালে সুন্দরবনের ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় । সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি বিশ্বের সর্ববৃহৎ। এখানে সুন্দরী, গড়ান ,গেওয়া, গর্জন, গোলপাতা, উদ্ভিদ দেখা যায় এবং বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ও লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, চিত্রা হরিণ, বালি হাঁস, নানান ধরনের পাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল।

Related GK

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
B. রামসার স্থান হিসেবে
C. পর্যটন ক্ষেত্র হিসেবে
D. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে

Q. ____ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

A. উপরের কোনটি নয়
B. শিলং (Shilong)
C. মিরিক (Mirik)
D. নকরেক (Nokrek)

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
B. উত্তরে
C. উত্তর এবং উত্তর পূর্বে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

A. এন. সি. আর
B. পাটনা
C. হাওড়া
D. উত্তর ২৪ পরগণা

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. পারস্য উপসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. ভূমধ্যসাগর
D. লোহিত সাগর

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ওড়িশা
B. উপরের কোনটি নয়
C. বিহার
D. ঝাড়খণ্ড

Q. Loktak Lake is located in

A. Tripura
B. Assam
C. Manipur
D. Arunachal Pradesh