Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

Answer: দাদাভাই নওরোজী

'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা হলেন দাদাভাই নওরোজী।দাদাভাই নওরোজি ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসে তার কাজের জন্য বিখ্যাত।

Related GK

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. দীনবন্ধু মিত্র
C. গিরীশচন্দ্র ঘোষ
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড এলগিন
B. লর্ড ডালহৌসি
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. উপরের কেউ নয়
C. নেতাজী সুভাষ চন্দ্র বসু
D. ক্যাপ্টেন মোহন সিং

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. কোল বিদ্রোহ

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. রাজ্যসমূহের সংঘ
C. যুক্তরাষ্ট্র
D. রাষ্ট্র সমবায়

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. এইচ. এস. সুহরাওয়ার্দি
B. মহম্মদ আলি জিন্না
C. আসফ আলি
D. চৌধুরী রহমত আলি

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং