Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

Answer: চৌধুরী রহমত আলি

পাকিস্তান' প্রস্তাবটির জনক হলেন চৌধুরী রহমত আলি।1933 সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী 'এখন অথবা কখনও না'(Now or Never) পত্রিকায় পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানান।

Related GK

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. এম. কে. গান্ধি
B. জহরলাল নেহরু
C. সি. আর. দাশ
D. সুভাষচন্দ্র বসু

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. ভারত ছাড়ো আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. অসহযোগ আন্দোলন
D. আইন অমান্য আন্দোলন

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. মতিলাল নেহেরু
B. সুভাষচন্দ্র বসু
C. মহাত্মা গান্ধী
D. চিত্তরঞ্জন দাস

Q. 'ডান্ডি অভিযান' কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

A. আইন অমান্য আন্দোলন
B. স্বদেশী-বয়কট আন্দোলন
C. অসহযোগ আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. অমর্ত্য সেন
B. রমেশচন্দ্র দত্ত
C. এ. ও. হিউম
D. দাদাভাই নওরোজী

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. উইলিয়াম বেন্টিঙ্ক
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ডালহৌসি
D. লর্ড ক্যানিং

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. নেতাজী সুভাষ চন্দ্র বসু
B. উপরের কেউ নয়
C. ক্যাপ্টেন মোহন সিং
D. রাসবিহারী বসু