Q. 1921 -এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

Answer: কেরল

মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কেরলে। মোপলা বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের এবং তৎকালীন হিন্দুদের বিরূদ্ধে মুসলমান মোপলা সম্প্রদায়ের কৃষক সংগ্রাম, যা দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মাপিলা মুসলমান এবং মাপ্পিলা বিদ্রোহীদের মধ্যে পুরো 19 শতক ধরে এবং 20 শতকের শুরুর দিক পর্যন্ত চলতে থাকে। এই বিদ্রোহের সূত্রপাত 1921খ্রিষ্টাব্দে।

Related GK

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. সোলোর তত্ত্ব নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. মহলানবীশ তত্ত্ব নির্ভর
D. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. দাদাভাই নৌরজী
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. বদরউদ্দিন তৈয়বজী
D. গোপালকৃষ্ণ গোখলে

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 29শে মার্চ, 1857
B. 11ই ফেব্রুয়ারী, 1860
C. 1লা নভেম্বর, 1858
D. 10ই মে, 1857

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. চিত্তরঞ্জন দাশ
C. রাজা গোপালাচারী
D. মতিলাল নেহরু

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. অ্যানি বেসান্ত
B. পদ্মনাভন
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. পিঙ্গালি ভেঙ্কাইয়া