Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

Answer: ক্যাপ্টেন মোহন সিং

Related GK

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে রানিগঞ্জ
C. হাওড়া থেকে হুগলি
D. হাওড়া থেকে বর্ধমান

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. লালা লাজপত রাই
C. ভি. ভি. গিরি
D. সি. আর. দাস

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. ভাইসরয় লর্ড লিনলিথগো
B. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C. উইনস্টন চার্চিল
D. চিয়াং কাই শেক

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1914 সালে
B. 1911 সালে
C. 1907 সালে
D. 1909 সালে

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. রাসবিহারী বসু, 1942
B. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
C. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
D. সুভাষচন্দ্র বসু, 1943

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. উপরের কোনোটিই নয়
B. হাওড়া ও বোম্বের মধ্যে
C. হাওড়া ও দিল্লির মধ্যে
D. বোম্বে ও থানের মধ্যে

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বল্লভভাই প্যাটেল
B. মহাত্মা গান্ধী
C. রাজাগোপালাচারী
D. চমনলাল