Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

Answer: লর্ড ডালহৌসী

ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন ঘটান লর্ড ডালহৌসী। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —বোম্বে ও থানের মধ্যে। বড়লাট লর্ড ডালহৌসি ভারতে রেলপথের সূচনা করেন। বোম্বে ও থানের মধ্যে রেল পথের দূরত্ব ছিল 21 মাইল। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের সর্বপ্রথম রেলের প্রতিষ্ঠা করে। বড়লাট লর্ড ডালহৌসি কে ভারতীয় রেল পথের জনক বলা হয়।

Related GK

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. যুক্তরাষ্ট্র
C. রাজ্যসমূহের সংঘ
D. রাষ্ট্র সমবায়

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
B. Rowlatt অ্যাক্ট -কে
C. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
D. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
B. সিমলা কনফারেন্স আহ্বান করা
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. গিরিশ চন্দ্র ঘোষ
B. শিশির কুমার ঘোষ
C. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
D. রবার্ট নাইট

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
B. বক্সারের যুদ্ধ, 1764
C. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
D. পলাশীর যুদ্ধ, 1757

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. লালা লাজপৎ রায়
B. সুভাষচন্দ্র বসু
C. মহঃ ইকবাল
D. ভগৎ সিং

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. পীর ফকির মজলিস
B. খিলাফৎ কমিটি
C. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
D. দেওবন্দ স্কুল

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড লিনলিথগো
B. এটলী
C. লর্ড মাউন্টব্যাটেন
D. লর্ড ওয়াভেল