Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

Answer: এম. কে গান্ধি

Related GK

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. আব্দুল ওয়াহাব
B. সৈয়দ আমীর আলী
C. মহসিন উল-মুলক
D. থিয়োডোর বেক

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
B. মিন্টো-মরলে রিফর্মস
C. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
D. মাউন্টব্যাটেন পরিকল্পনা

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. হরিশচন্দ্র মুখার্জী
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. শিশির কুমার ঘোষ
D. মোতিলাল ঘোষ

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. জন স্টুয়ার্ট মিল
B. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
C. উইলিয়াম জোনস
D. ডেভিড হেয়ার

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. কোল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ