Q. 'লবণ সত্যাগ্রহ' কোন সালে হয়?

Answer: 1930

1930 সালের 12 ই মার্চ গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ এর মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।

Related GK

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. কথামালা
B. কথামৃত
C. এ নেশন ইন মেকিং
D. বর্তমান ভারত

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
B. পলাশীর যুদ্ধ, 1757
C. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
D. বক্সারের যুদ্ধ, 1764

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. চৌধুরী চরণ সিং
B. মোরারজি দেশাই
C. অটল বিহারী বাজপেয়ী
D. জয়প্রকাশ নারায়ণ

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. টিপু সুলতান
B. চিন কিলিচ খান
C. মুর্শিদকুলি খান
D. হায়দার আলি

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
B. উপরের কোনোটিই নয়
C. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।
D. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. রামমোহন রায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অক্ষয় কুমার দত্ত
D. হরিশ চন্দ্র মুখার্জি

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. মহসিন উল-মুলক
B. আব্দুল ওয়াহাব
C. থিয়োডোর বেক
D. সৈয়দ আমীর আলী

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. লর্ড ডাফরিন
B. থিওডোর বেক
C. লর্ড কার্জন
D. স্যার সৈয়দ আহমেদ খান

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. যুক্তরাষ্ট্র
C. রাষ্ট্র সমবায়
D. রাজ্যসমূহের সংঘ