Q. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়

Answer: 1951 সালে

ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপকার হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরাল নেহেরু। প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো। বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম রাখা হয়েছে নীতি আয়োগ্

Related GK

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় সাংবিধানিক সভা
B. উপরের কোনোটিই নয়
C. ইন্ডিয়ান লিগ
D. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
B. ভাইসরয় লর্ড লিনলিথগো
C. উইনস্টন চার্চিল
D. চিয়াং কাই শেক

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. কেশবচন্দ্র সেন
B. পুলিন বিহারী দাস
C. ক্ষুদিরাম বসু
D. বারীন্দ্র কুমার ঘোষ

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. খিলাফৎ কমিটি
B. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
C. দেওবন্দ স্কুল
D. পীর ফকির মজলিস

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. জানুয়ারী, 1947
B. অক্টোবর, 1946
C. ডিসেম্বর, 1946
D. নভেম্বর, 1946

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 14 ই মে, 1935
B. 12 ই মার্চ, 1930
C. 7 ই আগস্ট, 1942
D. 12 ই এপ্রিল, 1925

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. পট্টভি সীতারামাইয়া
C. মৌলানা আজাদ
D. জহরলাল নেহেরু

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. আতয়ার আলি
B. নুরুল হাসান
C. ইরফান হাবিব
D. অনিল সীল

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. মুসলিম লিগ
B. ভারত সভা
C. বেঙ্গল জমিদার লিগ
D. ভারতের কমিউনিস্ট পার্টি