Q. Rowlatt আইন কত সালে প্রণীত হয়?

Answer: 1919

Rowlatt আইন 1919 সালে প্রণীত হয়। ফেব্রুয়ারি মাসে বিলটি পাস হয় এবং 18 ই মার্চ বিলটি আইনে পরিণত হয় ।

Related GK

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 21 শে এপ্রিল, 1922
B. 13 ই এপ্রিল, 1919
C. 15 ই আগস্ট, 1921
D. 25 শে সেপ্টেম্বর, 1925

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. থিওডোর বেক
B. লর্ড ডাফরিন
C. লর্ড কার্জন
D. স্যার সৈয়দ আহমেদ খান

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
B. উপরের কোনোটিই নয়
C. ইন্ডিয়ান লিগ
D. ভারতীয় সাংবিধানিক সভা

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. ফিরোজ শাহ মেহতা
B. এ ও হিউম
C. উমেশচন্দ্র ব্যানার্জি
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. সুভাষচন্দ্র বোস
B. ক্যাপ্টেন মোহন সিং
C. শাহনওয়াজ খান
D. রাসবিহারী বসু

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড মিন্টো
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড আরউইন
D. লর্ড লিনলিথগো

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
B. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
C. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
D. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. রাসবিহারী বসু, 1942
B. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
C. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
D. সুভাষচন্দ্র বসু, 1943