Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন কখন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সভায় উপস্থিত সবাই 26 জানুয়ারিকে 'স্বাধীনতা দিবস' হিসাবে চিহ্নিত করার অঙ্গীকার করেছিলেন?

Answer: 31 ডিসেম্বর 1929

Related GK

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. গান্ধীজি
B. হসরত মোহানি
C. চিত্তরঞ্জন দাশ
D. মোতিলাল নেহেরু

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. করম শাহ
B. জাফর আলি খান
C. ফজলুল হক
D. আল্লাহ বক্স

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
B. ভাইসরয় লর্ড লিনলিথগো
C. উইনস্টন চার্চিল
D. চিয়াং কাই শেক

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. ভি. ভি. গিরি
C. লালা লাজপত রাই
D. সি. আর. দাস

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. সর্দার বল্লভভাই প্যাটেল
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. বি. আর. আম্বেদকর
D. মহাত্মা গান্ধি

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. মেকলে মিনিট
B. উডস ডেসপ্যাচ
C. হান্টার কমিশন
D. চার্টার অ্যাক্ট

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 11 ই মে, 1941
B. 10 ই আগস্ট, 1940
C. 1 লা সেপ্টেম্বর, 1942
D. 1 লা অক্টোবর, 1939