Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

Answer: হরিশচন্দ্র মুখার্জী

Related GK

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্পণ
B. দীনবন্ধু
C. নীলদর্শন
D. আনন্দমঠ

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্ণওয়ালিশ
D. লর্ড হার্ডিঞ্জ

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

A. Rowlatt আইন প্রণয়ন
B. কম্যুনাল আওয়ার্ড
C. অসহযোগ আন্দোলন
D. সাইমন কমিশনের আগমন

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. আলেকজান্ডার ডাফ
B. ডেভিড হেয়ার
C. উইলিয়াম জোন্স
D. এইচ. ভি. ডিরোজিও

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 29শে মার্চ, 1857
B. 10ই মে, 1857
C. 1লা নভেম্বর, 1858
D. 11ই ফেব্রুয়ারী, 1860

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মহাত্মা গান্ধি
B. বি. আর. আম্বেদকর
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মৌলানা আবুল কালাম আজাদ

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. মুসলিম লিগ
B. ভারতের কমিউনিস্ট পার্টি
C. ভারত সভা
D. বেঙ্গল জমিদার লিগ

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. হোমরুল লীগ ও মুসলিম লীগ
B. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
C. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
D. মুসলিম লীগ ও ভারত সভা