Q. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে?

Answer: Kurukh ভাষা

Related GK

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. বেঙ্গালুরু
B. নতুন দিল্লি
C. পাটনা
D. মুম্বাই

Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

A. কালোমাটি
B. পলিমাটি
C. লালমাটি
D. লবণাক্ত কাদামাটি

Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

A. বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
B. নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
C. হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
D. পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন

Q. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

A. ব্যারন দ্বীপ
B. নিকোবর দ্বীপ
C. আন্দামান দ্বীপ
D. পাম্বন দ্বীপ

Q. নিচের কোন তারিখে ভুটানের সংবিধান প্রণীত হয়েছিল?

A. 9 অক্টোবর 1998
B. 25 আগস্ট 2003
C. 18 জুলাই 2008
D. 12 জুন 2000

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. শুষ্ক উপক্রান্তীয়
B. ক্রান্তীয় মৌসুমী
C. আদ্র
D. অর্ধশুষ্ক