Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

Answer: কারাকোরাম

সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত ।সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার 35.5° উত্তর 77.0° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত।

Related GK

Q. হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

A. গোদাবরী
B. মহানদী
C. কাবেরী
D. পেরিয়ার
Dam

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. ভাগীরথী নদী
B. মাথাভাঙ্গা নদী
C. জলঙ্গী নদী
D. মহানন্দা নদী

Q. Hojagiri dance is a tribal dance form of the Reang community associated with which of the following states/union territories?

A. পুদুচেরি
B. পশ্চিমবঙ্গ
C. ত্রিপুরা
D. আসাম

Q. Loktak Lake is located in

A. Assam
B. Tripura
C. Arunachal Pradesh
D. Manipur

Q. করবেট জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. ত্রিপুরা
B. উত্তরাখণ্ড
C. পশ্চিমবঙ্গ
D. গুজরাট

Q. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

A. পাম্বন দ্বীপ
B. আন্দামান দ্বীপ
C. ব্যারন দ্বীপ
D. নিকোবর দ্বীপ