Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

Answer: তিন বিঘা

Related GK

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. পশ্চিমবঙ্গের ধান চাষে
B. মহারাষ্ট্রের তুলা চাষে
C. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
D. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. পৃথিবী
B. বুধ
C. শনি
D. মঙ্গল

Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

A. কারাকোরাম
B. কাশ্মীর
C. গডউইন অস্টিন
D. কেনিথ

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. দেরাদুন
B. নাগপুর
C. পুনে
D. ব্যাঙ্গালুরু

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. পাটনা
B. বেঙ্গালুরু
C. মুম্বাই
D. নতুন দিল্লি

Q. —— ভারতের বৃহত্তম আখ উৎপাদনকারী রাজ্য।

A. গুজরাট
B. মধ্যপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. উত্তরপ্রদেশ

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
B. পলিভিনাইল ক্লোরাইড
C. পলিভিনাইল কার্বোনেট
D. ফসফো ভিনাইল ক্লোরাইড

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. করমন্ডল উপকূলে
B. কঙ্কণ উপকূলে
C. মালাবার উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে