Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

Answer: জম্মু ও কাশ্মীর

কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু ও কাশ্মীরের দোহা জেলায় চেনাব(চন্দ্রভাগা) নদীর উপর নির্মিত।

Related GK

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1986 খ্রিঃ
B. 1989 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1984 খ্রিঃ

Q. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে—

A. গুজরাট উপকূল
B. করমন্ডল উপকূল
C. কোঙ্কন উপকূল
D. মালাবার উপকূল

Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

A. গডউইন অস্টিন
B. কেনিথ
C. কারাকোরাম
D. কাশ্মীর

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. পৃথিবী
B. শনি
C. বুধ
D. মঙ্গল

Q. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

A. ধানবাদে
B. কানপুরে
C. কটকে
D. কোয়েম্বাটুরে