Q. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

Answer: দেরাদুন

ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন এ অবস্থিত।

Related GK

Q. 'Yaas" হল একটি সুপার সাইক্লোন, যার নাম দিয়েছে

A. বাংলাদেশ
B. ভারত
C. ওমান
D. শ্রীলঙ্কা

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

A. কোয়াক স্কেল
B. মেট্রিক স্কেল
C. রিখটার স্কেল
D. এপিসেন্টার স্কেল

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. বৃহৎ নিকোবর-এ
B. দক্ষিণ আন্দামান-এ
C. ছোট আন্দামান-এ
D. উত্তর আন্দামান-এ

Q. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

A. 4ঠা জুলাই
B. 29শে জুন
C. 23শে মার্চ
D. 22শে সেপ্টেম্বর

Q. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল

A. অস্ট্রেলিয়া
B. ভারত
C. আমেরিকা যুক্তরাষ্ট্র
D. চীন

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. সুর্মা উপত্যকা
B. দিগবয়
C. নাহোরকাটিয়া
D. রুদ্রসাগর

Q. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. অন্ধপ্রদেশ
Dam