Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

Answer: সিয়াচেন

ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল সিয়াচেন।সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত ।সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার 35.5° উত্তর 77.0° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত।

Related GK

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
B. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
C. মাজাগাঁও ডক, মুম্বাই
D. কোচিন শিপইয়ার্ড, কোচি

Q. ভারতের প্রথম 'G.I Tag' প্রাপ্ত পদার্থ হল

A. এলাচ
B. বাসমতি চাল
C. দার্জিলিং চা
D. গোবিন্দভোগ চাল

Q. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

A. উত্তরপ্রদেশ
B. রাজস্থান
C. গুজরাট
D. মধ্যপ্রদেশ

Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

A. 14 জানুয়ারি, 1969
B. 27 জানুয়ারি, 1969
C. 4 ডিসেম্বর, 1969
D. 16 আগস্ট, 1969

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও জলঢাকা
B. জলঢাকা ও তোর্সা
C. তিস্তা ও রায়ডাক
D. তিস্তা ও করলা

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. বাঁকুড়া
B. দার্জিলিং
C. পুরুলিয়া
D. জলপাইগুড়ি