Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

Answer: 1911 সালে

বঙ্গভঙ্গ কবে রদ হয় —1911 সালে

Related GK

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
B. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
C. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
D. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

Q. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

A. ডঃ বি আর আম্বেদকর
B. সর্দার বল্লভ ভাই প্যাটেল
C. মোহনদাস করমচাঁদ গান্ধী
D. জওহরলাল নেহেরু

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. রমেশচন্দ্র দত্ত
B. অমর্ত্য সেন
C. এ. ও. হিউম
D. দাদাভাই নওরোজী

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. লর্ড মাউন্টব্যাটেন
B. ক্লিমেন্ট এটলি
C. চক্রবর্তী রাজাগোপালাচারী
D. লর্ড ওয়েভেল

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. হাওড়া ও বোম্বের মধ্যে
B. বোম্বে ও থানের মধ্যে
C. হাওড়া ও দিল্লির মধ্যে
D. উপরের কোনোটিই নয়

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. পিঙ্গালি ভেঙ্কাইয়া
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. অ্যানি বেসান্ত
D. পদ্মনাভন

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. মতিলাল নেহরু
B. এ. ও. হিউম
C. বাল গঙ্গাধর তিলক
D. সুরেন্দ্র নাথ ব্যানার্জী