Q. কোন বছরে ভারতের প্রথম জনগণনা পরিচালিত হয়?

Answer: 1872

ভাইসরয় লর্ড মেয়োর অধীনে 1872 সালে জনগণনা শুরু হয়, প্রথম সম্পূর্ণ জনগণনা 1881 সালে সম্পন্ন হয়েছিল।

Related GK

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. রাওলাট আইন
B. ডান্ডি মার্চ
C. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
D. চৌরিচৌরা

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. সোলোর তত্ত্ব নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
D. মহলানবীশ তত্ত্ব নির্ভর

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. মোতিলাল নেহেরু
B. গান্ধীজি
C. হসরত মোহানি
D. চিত্তরঞ্জন দাশ

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. চিত্তরঞ্জন দাস
B. লালা হরদয়াল
C. ভূপেন্দ্র মুখোপাধ্যায়
D. ওপেন হাজারিকা

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড এলগিন
B. লর্ড ডালহৌসি
C. লর্ড ক্যানিং
D. লর্ড রিপন

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Rowlatt অ্যাক্ট -কে
B. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
C. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
D. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

A. সুজা-উদ-দৌলা
B. নিজাম-উদ-দ্দৌলা
C. মীর কাশিম
D. মীরজাফর