Q. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ হয়েছিল?

Answer: 'শহীদ' ও 'স্বরাজ' দ্বীপ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড যার নাম রাখা হয়েছিল'শহীদ' ও 'স্বরাজ' দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুননামকরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

Related GK

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 10 ই আগস্ট, 1940
B. 11 ই মে, 1941
C. 1 লা অক্টোবর, 1939
D. 1 লা সেপ্টেম্বর, 1942

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. চিত্তরঞ্জন দাশ
B. মোতিলাল নেহেরু
C. হসরত মোহানি
D. গান্ধীজি

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
B. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
C. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
D. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই এপ্রিল, 1925
B. 7 ই আগস্ট, 1942
C. 12 ই মার্চ, 1930
D. 14 ই মে, 1935

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. কোল বিদ্রোহ
B. সন্ন্যাসী বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. চুয়াড় বিদ্রোহ

Q. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন?

A. রাসবিহারী বসু
B. সুভাষ চন্দ্র বসু
C. মহাত্মা গান্ধী
D. জহরলাল নেহেরু

Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

A. তিলক
B. রাসবিহারী বোস
C. সুভাষ বোস
D. সি. আর. দাশ

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. হাজি মহম্মদ মহসীন
C. ফজলুল হক
D. নবাব সেলিমুল্লাহ