Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

Answer: বোম্বে ও থানের মধ্যে

1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —বোম্বে ও থানের মধ্যে। বড়লাট লর্ড ডালহৌসি ভারতে রেলপথের সূচনা করেন। বোম্বে ও থানের মধ্যে রেল পথের দূরত্ব ছিল 21 মাইল। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের সর্বপ্রথম রেলের প্রতিষ্ঠা করে। বড়লাট লর্ড ডালহৌসি কে ভারতীয় রেল পথের জনক বলা হয়।

Related GK

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. মহলানবীশ তত্ত্ব নির্ভর
D. সোলোর তত্ত্ব নির্ভর

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. অফিসিয়াল পার্টি
B. লেবার পার্টি
C. কনজারভেটিভ পার্টি
D. লিবারাল পার্টি

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রাজা রামমোহন রায়
D. বীরসালিঙ্গম পানতুলু

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. কোল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

A. জওহরলাল নেহেরু
B. সর্দার বল্লভ ভাই প্যাটেল
C. ডঃ বি আর আম্বেদকর
D. মোহনদাস করমচাঁদ গান্ধী

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. লোকমান্য তিলক
B. এ. ও. হিউম
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. মহাত্মা গান্ধি

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. চিত্তরঞ্জন দাশ
B. মোতিলাল নেহেরু
C. গান্ধীজি
D. হসরত মোহানি