Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

Answer: লর্ড মাউন্টব্যাটেন

স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন-লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন ভারত ত্যাগের পর সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।

Related GK

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. লর্ড কর্ণওয়ালিস
B. জন শোর
C. লর্ড ওয়েলেসলি
D. লড ডালহৌসি

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. কেশবচন্দ্র সেন
B. ক্ষুদিরাম বসু
C. পুলিন বিহারী দাস
D. বারীন্দ্র কুমার ঘোষ

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. অক্ষয় কুমার দত্ত
B. কেশবচন্দ্র সেন
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. স্বামী বিবেকানন্দ

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. কোল বিদ্রোহ

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. রাজা রামমোহন রায়
B. বাল গঙ্গাধর তিলক
C. জে. এ. হিকি
D. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. সি. রাজাগোপালাচারী
C. রাজেন্দ্র প্রসাদ
D. জহরলাল নেহরু

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. মুণ্ডা অভ্যুত্থান
B. কোল অভ্যুত্থান
C. সাঁওতাল অভ্যুত্থান
D. গোর্খা অভ্যুত্থান

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
B. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)