Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

Answer: মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

Related GK

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. নেলসন ম্যান্ডেলা
B. কার্ল মার্ক্স
C. মার্টিন লুথার কিং
D. এম. কে. গান্ধী

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. ডেভিড হেয়ার
B. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
C. উইলিয়াম জোনস
D. জন স্টুয়ার্ট মিল

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. সি. আর. দাস
C. ভি. ভি. গিরি
D. লালা লাজপত রাই

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. দিসপুর
B. খড়গপুর
C. রাঁচি
D. কোলকাতা

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
B. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
C. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
D. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. ভিকোজী রুস্তম কামা
B. অ্যানি বেসান্ত
C. ভগিনী নিবেদিতা
D. সরোজিনী নাইডু

Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

A. প্রফুল্ল চাকী
B. এস. এন. সান্যাল
C. যতীন্দ্রনাথ মুখার্জী
D. পুলিনবিহারী দাস

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. চার্টার অ্যাক্ট
B. হান্টার কমিশন
C. মেকলে মিনিট
D. উডস ডেসপ্যাচ