Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

Answer: রাসবিহারী বসু

ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের(ভারতীয় স্বাধীনতা সংঘ) প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু।ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগ 1942 সালের 15 জুন গঠিত হয়।

Related GK

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. এইচ. ভি. ডিরোজিও
B. আলেকজান্ডার ডাফ
C. ডেভিড হেয়ার
D. উইলিয়াম জোন্স

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. বীরসালিঙ্গম পানতুলু
D. রাজা রামমোহন রায়

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. লর্ড মাউন্টব্যাটন
B. উইনস্টন চার্চিল
C. ভাইসরয় লর্ড ওয়াভেল
D. ক্লিমেন্ট অ্যাটলি

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. পিঙ্গালি ভেঙ্কাইয়া
C. অ্যানি বেসান্ত
D. পদ্মনাভন

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে রানিগঞ্জ
C. হাওড়া থেকে হুগলি
D. হাওড়া থেকে বর্ধমান

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বাহাদুর শাহ
B. বেগম হজরৎ মহল
C. লিয়াকৎ আলি
D. নানাসাহেব

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু
B. তেজ বাহাদুর সপ্রু
C. আসফ আলি
D. রাজেন্দ্র প্রাসাদ

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. পুলিন বিহারী দাস
B. বারীন্দ্র কুমার ঘোষ
C. ক্ষুদিরাম বসু
D. কেশবচন্দ্র সেন