Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

Answer: লর্ড আরউইন

গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় লর্ড আরউইন গভর্নর জেনারেল ছিলেন। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয় ।

Related GK

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. লালা হরদয়াল
B. চিত্তরঞ্জন দাস
C. ওপেন হাজারিকা
D. ভূপেন্দ্র মুখোপাধ্যায়

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. চমনলাল
B. মহাত্মা গান্ধী
C. বল্লভভাই প্যাটেল
D. রাজাগোপালাচারী

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. নানাসাহেব
B. লিয়াকৎ আলি
C. বাহাদুর শাহ
D. বেগম হজরৎ মহল

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

A. জুলাই, 1947
B. জুন, 1946
C. আগস্ট, 1946
D. আগস্ট, 1947

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. ফিরোজ শাহ মেহতা
C. উমেশচন্দ্র ব্যানার্জি
D. এ ও হিউম