Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Answer: খান আব্দুল গফ্ফর খান

Related GK

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
D. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. শাহনওয়াজ খান
B. সুভাষচন্দ্র বোস
C. ক্যাপ্টেন মোহন সিং
D. রাসবিহারী বসু

Q. ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল?

A. রাওলাট আইন
B. খিলাফৎ অন্যায়
C. 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ
D. জালিয়ানওয়ালাবাগ হত্যা

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ইন্ডিয়ান লিগ
B. উপরের কোনোটিই নয়
C. ভারতীয় সাংবিধানিক সভা
D. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. সরোজিনী নাইডু
B. ভিকোজী রুস্তম কামা
C. অ্যানি বেসান্ত
D. ভগিনী নিবেদিতা

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. লর্ড ডাফরিন
B. লর্ড কার্জন
C. থিওডোর বেক
D. স্যার সৈয়দ আহমেদ খান

Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. লালা হংসরাজ
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. দয়ানন্দ সরস্বতী
D. আত্মারাম পান্ডুরঙ্গ