Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

Answer: স্বামী বিবেকানন্দ

ব্রাহ্মসমাজের সক্রিয় নেতা ছিলেন না স্বামী বিবেকানন্দ। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় 1930 সালে।

Related GK

Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. লালা হংসরাজ
C. আত্মারাম পান্ডুরঙ্গ
D. দয়ানন্দ সরস্বতী

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. সুভাষচন্দ্র বসু
C. যদুগোপাল মুখোপাধ্যায়
D. হেমচন্দ্র ঘোষ

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. বি. জি. তিলক
C. রামমোহন রায়
D. স্বামী বিবেকানন্দ

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভি. ডি. সাভারকর দ্বারা
B. প্রফুল্ল চাকী দ্বারা
C. ক্ষুদিরাম বোস দ্বারা
D. ভগৎ সিং দ্বারা

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. জন শোর
B. লর্ড ওয়েলেসলি
C. লড ডালহৌসি
D. লর্ড কর্ণওয়ালিস

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. কোল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. সন্ন্যাসী বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. মতিলাল নেহরু
C. রাজা গোপালাচারী
D. চিত্তরঞ্জন দাশ

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. নবাব সেলিমুল্লাহ
C. ফজলুল হক
D. হাজি মহম্মদ মহসীন

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. লিবারাল পার্টি
B. কনজারভেটিভ পার্টি
C. লেবার পার্টি
D. অফিসিয়াল পার্টি

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. হরিশচন্দ্র মুখার্জী
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. শিশির কুমার ঘোষ
D. মোতিলাল ঘোষ