Q. বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে?

Answer: 1911

বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় 1911 সালে। বঙ্গবিভাগ(বঙ্গ ভঙ্গ) প্রত্যাহৃত করেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গ ভঙ্গ কার্যকর করেন লর্ড কার্জন । বঙ্গ ভঙ্গ লাগু হয় 1905 সালে।

Related GK

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Rowlatt অ্যাক্ট -কে
B. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
C. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
D. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
B. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড কার্জন
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড লিটন

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. গিরীশচন্দ্র ঘোষ
C. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D. দীনবন্ধু মিত্র

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. মতিলাল নেহরু
B. বাল গঙ্গাধর তিলক
C. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
D. এ. ও. হিউম

Q. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

A. হান্টার কমিশন
B. ক্রিপস মিশন
C. ক্যাবিনেট মিশন
D. সাইমন কমিশন