Q. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়?

Answer: 1856

হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় 1856 সালে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি আইন করে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়ন করেন।।

Related GK

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. রাসবিহারী বসু
C. শাহনওয়াজ খান
D. সুভাষচন্দ্র বোস

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড হেস্টিংস
C. লর্ড ক্যানিং
D. লর্ড ডালহৌসী

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ আমানুল্লা
B. সৈয়দ মীর মহম্মদ খান
C. সৈয়দ আমীর আলী
D. সৈয়দ মীর নাসের আলী

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. এ. ও. হিউম
B. লোকমান্য তিলক
C. মহাত্মা গান্ধি
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. দাদাভাই নওরোজী
B. এন এম যোশি
C. ভি বি প্যাটেল
D. জি এল নন্দ

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. রমেশচন্দ্র দত্ত
B. দাদাভাই নৌরজী
C. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D. বিনায়ক দামোদর সাভারকর