Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

Answer: সৈয়দ মীর নাসের আলী

তীতুমীরের আসল নাম সৈয়দ মীর নাসের আলী।তিতুমির’ ছিলেন ওয়াহাবী আন্দোলনের নেতা। তার জন্ম হয় তৎকালীন 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর (মতান্তরে হায়দরপুর) গ্রামে। তিতুমির বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।

Related GK

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 10 ই আগস্ট, 1940
B. 11 ই মে, 1941
C. 1 লা সেপ্টেম্বর, 1942
D. 1 লা অক্টোবর, 1939

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

A. অরবিন্দ ঘোষ
B. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C. উমেশ চন্দ্র ব্যানার্জি
D. বিপিন চন্দ্র পাল

Q. 'ডান্ডি অভিযান' কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

A. ভারত ছাড়ো আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. আইন অমান্য আন্দোলন
D. স্বদেশী-বয়কট আন্দোলন

Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

A. সি. আর. দাশ
B. তিলক
C. সুভাষ বোস
D. রাসবিহারী বোস

Q. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন?

A. অ্যানি বেসান্ত
B. সরোজিনী নাইডু
C. মিরা বেন
D. সরলা দেবী চৌধুরানী