Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

Answer: কোলকাতা

ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত।ভারতীয় রেলের আঠারোটি অঞ্চল বা জোনের অন্যতম। 1951 সালে কলকাতা পূর্ব রেলের সদর দপ্তর হিসাবে কার্যক্রম শুরু করে।

Related GK

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারত সভা
B. মুসলিম লিগ
C. ভারতের কমিউনিস্ট পার্টি
D. বেঙ্গল জমিদার লিগ

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. শিশির কুমার ঘোষ
B. হরিশচন্দ্র মুখার্জী
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. মোতিলাল ঘোষ

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড ডালহৌসি
D. লর্ড কর্ণওয়ালিশ

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. সুভাষচন্দ্র বসু
B. মহাত্মা গান্ধী
C. চিত্তরঞ্জন দাস
D. মতিলাল নেহেরু

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. করাচী অধিবেশনে (1931)
B. লাহোর অধিবেশনে (1929)
C. মাদ্রাজ অধিবেশনে (1927)
D. গৌহাটি অধিবেশনে (1926)

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. সুরাট কংগ্রেস
B. লাহোর কংগ্রেস
C. নাগপুর কংগ্রেস
D. কলকাতা কংগ্রেস

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড আরউইন
C. লর্ড মিন্টো
D. লর্ড লিনলিথগো

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. কোল বিদ্রোহ