Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

Answer: উমেশচন্দ্র ব্যানার্জি

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 1885 সালে বম্বে শহরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম।

Related GK

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. মহসিন উল-মুলক
B. আব্দুল ওয়াহাব
C. সৈয়দ আমীর আলী
D. থিয়োডোর বেক

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. ডেভিড হেয়ার
B. আলেকজান্ডার ডাফ
C. উইলিয়াম জোন্স
D. এইচ. ভি. ডিরোজিও

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 13 ই এপ্রিল, 1919
B. 25 শে সেপ্টেম্বর, 1925
C. 21 শে এপ্রিল, 1922
D. 15 ই আগস্ট, 1921

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
B. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
C. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
D. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন