Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

Answer: ভি. ডি. সাভারকর দ্বারা

1904 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন।

Related GK

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. উইনস্টন চার্চিল
B. ক্লিমেন্ট অ্যাটলি
C. ভাইসরয় লর্ড ওয়াভেল
D. লর্ড মাউন্টব্যাটন

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. চুয়াড় বিদ্রোহ
B. সন্ন্যাসী বিদ্রোহ
C. কোল বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসী
C. লর্ড ক্যানিং
D. লর্ড বেন্টিঙ্ক

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড লিটন
B. লর্ড ডালহৌসী
C. লর্ড কার্জন
D. লর্ড ওয়েলেসলী

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে বর্ধমান
C. হাওড়া থেকে রানিগঞ্জ
D. হাওড়া থেকে হুগলি

Q. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন?

A. সরোজিনী নাইডু
B. সরলা দেবী চৌধুরানী
C. মিরা বেন
D. অ্যানি বেসান্ত

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
B. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
D. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ আমানুল্লা
B. সৈয়দ মীর মহম্মদ খান
C. সৈয়দ আমীর আলী
D. সৈয়দ মীর নাসের আলী