Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

Answer: থাঞ্জাভুর

Related GK

Q. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. ঝাড়খণ্ড
D. মধ্যপ্রদেশ

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

A. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
B. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
C. ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
D. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. কারাকোরাম ও শিবালিক
B. জাস্কার ও পীরপাঞ্জাল
C. জাস্কার ও কারাকোরাম
D. জাস্কার ও শিবালিক

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. মালাবার উপকূলে
B. করমন্ডল উপকূলে
C. কঙ্কণ উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. গঙ্গা, ব্রহ্মপুত্র
B. তিস্তা, গঙ্গা
C. দামোদর, গঙ্গা
D. তিস্তা, জলঢাকা, রায়ডাক

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1984 খ্রিঃ
B. 1989 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1986 খ্রিঃ

Q. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

A. মধ্যপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. রাজস্থান
D. গুজরাট