Q. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

Answer: গুজরাট

বংশদা উদ্যানটি 1979 সালে একটি জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত।

Related GK

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. নাহোরকাটিয়া
B. রুদ্রসাগর
C. সুর্মা উপত্যকা
D. দিগবয়

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. ব্যাঙ্গালুরু
B. পুনে
C. দেরাদুন
D. নাগপুর

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. জলঙ্গী নদী
B. ভাগীরথী নদী
C. মহানন্দা নদী
D. মাথাভাঙ্গা নদী

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. আনাইমুদি
B. নীলগিরি
C. মহেন্দ্রগিরি
D. জিন্দাগাদা

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. মালাবার উপকূলে
B. কচ্ছ উপসাগর উপকূলে
C. করমন্ডল উপকূলে
D. কঙ্কণ উপকূলে

Q. কোন পর্বত শ্রেণীটি সহ্যাদ্রিস নামেও পরিচিত?

A. পশ্চিমঘাট
B. পূর্ব ঘাট
C. সাতপুরা
D. বিন্ধ্য