Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

Answer: জাস্কার ও পীরপাঞ্জাল

কাশ্মীর উপত্যকা জাস্কার ও পীরপাঞ্জাল পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত।জাস্কার ও পীরপাঞ্জাল হিমাচল বা মধ্য হিমালয়ে অবস্থিত।

Related GK

Q. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?

A. কয়না
B. রূপনারায়ণ
C. সুবর্ণরেখা
D. দামোদর

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. প্লুটো
B. শনি
C. পৃথিবী
D. ইউরেনাস

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. আনাইমুদি
B. মহেন্দ্রগিরি
C. জিন্দাগাদা
D. নীলগিরি

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

A. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
B. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
C. সুন্দরবন অঞ্চল
D. পূর্ব মেদিনীপুর ও হাওড়া

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ঝাড়খণ্ড
B. ওড়িশা
C. বিহার
D. উপরের কোনটি নয়

Q. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?

A. মকরক্রান্তির নিকট
B. কর্কটক্রান্তির নিকট
C. আর্কটিক সার্কেল
D. নিরক্ষরেখার নিকট

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. নাহোরকাটিয়া
B. রুদ্রসাগর
C. দিগবয়
D. সুর্মা উপত্যকা