Q. পশ্চিমবঙ্গের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি 'স্মার্ট সিটি' উন্নয়নের জন্য নির্বাচিত হয়েছে?

Answer: কল্যাণী

Related GK

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ঢাক নদী
B. তিস্তা ও জলঢাকা নদী
C. জলঢাকা ও রায়ঢাক নদী
D. তিস্তা ও করলা নদীর

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. হিসপার
B. গঙ্গোত্রী
C. পিণ্ডারি
D. সিয়াচেন

Q. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি

A. সান্দাকফু
B. আরাবল্লী ভঙ্গিল পর্বত
C. ফুজিয়ামা
D. হিমালয়

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. কন্যাকুমারী
B. থাঞ্জাভুর
C. করমন্ডল উপকূল
D. মাদ্রাজ

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

A. আরাবল্লী
B. নীলগিরি
C. হিমালয়
D. বিন্ধ্য

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তরে
B. উত্তর এবং উত্তর পূর্বে
C. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
D. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত?

A. চর্ম শিল্পের জন্য
B. কাগজ শিল্পের জন্য
C. পাট শিল্পের জন্য
D. তাঁত শিল্পের জন্য

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ঝাড়খণ্ড
B. ওড়িশা
C. উপরের কোনটি নয়
D. বিহার