Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

Answer: করমন্ডল উপকূলে

তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ  মৎস্য বন্দরটি করমন্ডল উপকূলে অবস্থিত। এটি মান্নান উপসাগরের তীরে ভারতের  দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই বন্দর দ্বারা প্রধানত  শ্রীলঙ্কার সাথে ব্যবসা-বাণিজ্য করা হয়। ১৯৭৪ সালে এই বন্দরটি গড়ে তোলা হয়।

Related GK

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত?

A. তাঁত শিল্পের জন্য
B. পাট শিল্পের জন্য
C. কাগজ শিল্পের জন্য
D. চর্ম শিল্পের জন্য

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. ইউরেনাস
B. প্লুটো
C. শনি
D. পৃথিবী

Q. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খণ্ড
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. গুজরাট

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

A. হিমালয়
B. আরাবল্লী
C. বিন্ধ্য
D. নীলগিরি

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. নতুন দিল্লি
B. বেঙ্গালুরু
C. পাটনা
D. মুম্বাই