Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

Answer: করমন্ডল উপকূলে

তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ  মৎস্য বন্দরটি করমন্ডল উপকূলে অবস্থিত। এটি মান্নান উপসাগরের তীরে ভারতের  দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই বন্দর দ্বারা প্রধানত  শ্রীলঙ্কার সাথে ব্যবসা-বাণিজ্য করা হয়। ১৯৭৪ সালে এই বন্দরটি গড়ে তোলা হয়।

Related GK

Q. Dalma Trap is located in —— state of India.

A. Jharkhand
B. Orissa
C. None of the above
D. Bihar

Q. Blue Revolution is related to

A. Fish production
B. Food production
C. Oil production
D. Milk production

Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

A. 14 জানুয়ারি, 1969
B. 4 ডিসেম্বর, 1969
C. 27 জানুয়ারি, 1969
D. 16 আগস্ট, 1969

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. মঙ্গল
B. বুধ
C. পৃথিবী
D. শনি

Q. —— is the highest peak of Sahayadris.

A. Aroya-Konda
B. Anaimudi
C. Mahabaleswar
D. Pushpagiri

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তরে
B. উত্তর এবং উত্তর পূর্বে
C. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে